ভাই ফোঁটায় নজির গড়লো ডানকুনি থানা

সেখ আব্দুল আজিম হুগলি : ৩নভেম্বর,ভাইফোঁটা বাঙালি সারম্বরে পালিত করে। এই দিনটি দেশ-বিদেশে ছড়িয়ে আছে এই ভাইফোঁটার মাহাত্ম্য। বিশেষ এই দিনটিতে বোনেরা তার ভাইয়ের কপালে চন্দনের ফোটা দেয় এবং তার সাথে মন্ত্র উচ্চারণে বলা হয় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পরলো কাটা আমি দি আমার ভাইকে ফোঁটা। সকাল থেকেই মিষ্টি এবং বাজার গুলিতে চেনা ছবি লক্ষ্য করা যাচ্ছিল রাজ্যজুড়ে। ভাইফোঁটা উপলক্ষে চন্দনগর কমিশনারেটের অধীনে ডানকুনি থানাতে বিশেষভাবে সক্ষম মহিলা এবং পুরুষদের নিয়ে গণ ভাইফোঁটার আয়োজন, ডানকুনি থানার ইন্সপেক্টর ইনচার্জ শান্তনু সরকারের নির্দেশে। উপস্থিত ছিলেন এসিপি অর্ণব বিশ্বাস এবং এসিপি আলী রাজা সহ একাধিক পুলিশ আধিকারিকগণ। নাম প্রকাশে অনিচ্ছুক বিশেষভাবে সক্ষম এক মহিলা বলেন, পুলিশের এই উদ্যোগে আমরা খুশি সারা বছরই সমাজ থেকে আমরা এক ধাপ পিছিয়ে থাকি, আর আজ ভাইফোঁটার দিনে আমরা যেন সমাজে এক ধাপ এগিয়ে গেলাম। ডানকুনি থানার পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী এবং তাদের একটাই আশা আইনশৃঙ্খলা সামলে আগামী দিনেও যেন এই পরম্পরা বজায় রাখে ডানকুনি থানা।