ভাইফোঁটা দিতে যাওয়ার পথে বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা। অভিযুক্ত দুই যুবক গ্রেপ্তার মেমারিতে।

নূর আহমেদ,মেমারি : ৪ অক্টোবর,ভাইফোঁটা দিতে যাওয়ার জন্য ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে ছিলেন এক বছর ৬০-এর বৃদ্ধা এবং পথে দুই যুবক বৃদ্ধাকে আটকে নির্জন পুকুর পাড়ে একটি পরিত‍্যক্ত ঘরে টেনে নিয়ে গিয়ে পাশবিক অত‍্যাচার চালায় বছর ২৫ শের দুই যুবক। এবং তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। এবং অভিযুক্ত দুই যুবক বৃদ্ধার সাথে ধস্তাধস্তি করার সময় বৃদ্ধার গোঙানির আওয়াজ শুনে সেই সময় পুকুর পাহারা দেওয়া দুই জন ব‍্যাক্তি ঘটনাস্থলে যেতেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে একজনকে ধরে ফেলেন তারা,পরে আরো একজনকে বাড়ি থেকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মেমারি থানার বেগুট এলাকায়।

    ধৃতরা হলেন বেগুট গ্রামের হাবা মালিক ও অর্ঘ্য ধারা।এদিন সোমবার অভিযুক্ত ২ যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। এবং তদন্তের স্বার্থে তদন্তকারী অফিসার আদালতের কাছে ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের দাবি জানালে বিচারক ৫দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন দুই অভিযুক্ত যুবকদের।