ভালোবাসা যখন রক্ত দান দিয়ে হয়,তাহলে কেন করব না রক্ত দান

আজিম সেখ,নতুন গতি:-
ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের পক্ষে মাননীয় ওসমান আলী মহাশয় জানান
বহরমপুর মেডিকেল কলেজে মাইতপুর আরসিমা বিবি নামেএকটা বোনের সিজার এর জন্য খুব জরুরি একটা 🅱➖ রক্তের প্রয়োজন এর জানান আমাদের গ্রুপে।
চারিদিকে খোঁজা খুঁজি করে না মেলায় আমাদের নদীয়ার কালীগঞ্জ থানার কামাল সেখ নামের এক সিভিক পুলিশ সারা দেন এবং আগ্রহ দেখায় রক্ত দেওয়ার জন্য,কামাল সেখ এর আজ নদীয়ার মুখ্যমন্ত্রী আসার জন্য ডিইটি ছিলো সেখানে না গিয়ে, তিনি ASI লিটল মন্ডলের অনুমতি নিয়ে কালীগঞ্জে থেকে বহরমপুর মেডিকেল কলেজ এ প্রায় ৫০ কিলোমিটার গিয়ে রক্ত দিয়ে আসেন।


    কামাল সেখ আবার প্রমাণ করেন যে শত কাজ থেকে রক্ত দান মহৎ কাজ।
    পেসেন্ট এর বাড়ির লোক খুবই রেয়ার গ্রুপের রক্ত তড়িঘড়ি পাওয়ায় খুব খুশি হন এবং সিভিক পুলিশ বাবুকে ও আমাদের গ্রুপকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানান।
    আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের পক্ষ থেকে কামাল ভাইকে অনেক ভালোবাসা।

    ইমারজেন্সি ব্লাড সার্ভিস ২৪/৭ সব সময় আপনাদের সেবায় প্রস্তুত।

    আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপ থেকে একটা অনুরোধ আপনারা আসুন এই মহান কাজে যুক্ত হয়ে আপনার রক্ত দানে আর এক জনের জীবন বাঁচান।