|
---|
দেবজিৎ মুখার্জি: একাধিক দাবি ঘিরে ২৫ মে ভারত বনধের ডাক। ভোটে ইভিএম-এর ব্যবহার বন্ধ সহ একাধিক দাবিতে ভারত বনধের ডাক দিল অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড এবং সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী ফেডারেশন। ওবিসি সহ অন্যান্য কাস্টদের আদমসুমারি-তে আলাদা করে জায়গা দেওয়া দাবি তুলেছে বহুজন মুক্ত পার্টি। নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে না, জাত ভিত্তিক আদমসুমারি, বেসরকারি ক্ষেত্রে SC/ST/OBC সংরক্ষণ, কৃষকদের ফসলে নূন্যতম সহায়ক মূল্যের নিশ্চয়তা, ইত্যাদি দাবি নিয়ে ভারত বনধের ডাক দিয়েছে ভারতীয় যুব মোর্চা।
কেন্দ্রের জনগণনা প্রক্রিয়ার আপত্তি জানিয়ে গোটা দেশে বনধের ডাক। সম্প্রতি জনগণনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন “দেশের পরবর্তী গণনা হবে e-census অর্থাৎ ডিজিটাল আদমসুমারি। পরবর্তী জনগণনার পদ্ধতিই আগামী ২৫ বছরের নীতি নির্ধারণ করবে।” এই পদ্ধতিতে জাত ভিত্তিক গণনা বাদ পড়েছে বলে অভিযোগ।