|
---|
নূর আহমেদ, মেমারি : ১৩ সেপ্টেম্বর,ভারতের মার্কসবাদী কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির ২৪ দিন অসুস্থ থাকার পর গতকাল বিকাল ৩টে ৩ মিনিটে একটি বেসরকারী নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে পার্টি এক অভিভাবকে হারালো। মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে একটি শোক মিছিল বার করা হয় শুক্রবার বিকালে। মেমারি চকদিঘী মোড় থেকে শোক মিছিল ডিভিসি পাড়া হয়ে কৃষ্ণবাজার, স্টেশনবাজার হয়ে বামুনপাড়া মোড়ে শেষ হয়। প্রয়াত সীতারাম ইয়েচুরির পরিবারবর্গ ও স্মৃতির উদ্দেশ্যে শোক জ্ঞাপন করছি। মিছিলে নেতৃত্বে ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অভিজিৎ কোঙার, সনৎ ব্যানার্জী, প্রশান্ত কুমার, কৃষক নেতা জয়দেব ঘোষ, পীয়ুস বিশ্বাস, প্রাক্তন বিধাধিকা সন্ধ্যা ভট্টাচার্য প্রমুখ।