|
---|
সম্প্রীতি মোল্লা : ভারত সেবাশ্রম সঙ্ঘ অনুমোদিত দক্ষিণ ২৪ পরগণা জেলা হিন্দু মিলন মন্দির কমিটির পরিচালনায় দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ডহারবার ভারত সেবাশ্রম সঙ্ঘে জেলার ৫২টি হিন্দু মিলন মন্দির ও সেবাকেন্দ্রের কর্মীদের বিজয় সম্মিলনী ও সংকল্প দিবস পালিত হল৷ রবিবার এই অনুষ্ঠানে সঙ্ঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী সহ জেলা কমিটির কর্মীরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে প্রতিটি হিন্দু মিলন মন্দিরকে এবছর ১লা নভেম্বর থেকে ২০২৩ সালের ৬ জানুয়ারী পর্যন্ত ৬৭ দিনের সংকল্প দিবস পালনের অঙ্গীকার করা হয়৷ সঙ্ঘের সন্নাসীরা জানান, এই সঙ্কল্প দিবসের মধ্য দিয়ে পুরো দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে যেকোনো দুর্যোগ বা অন্যান্য পরিস্থিতিতে মানুষের পাশে থাকা ও অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সংকল্প নেন হিন্দু মিলন মন্দিরের কর্মী সদস্য ও কর্মকর্তারা।