ভারতবর্ষে লোকসভা নির্বাচনে সর্বকালীন রেকর্ড করে জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার : ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র বাংলার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র। যেখানে প্রার্থী স্বয়ং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।ভোট গণনার দিন সকাল থেকেই সকলের নজর সেই দিকেই ছিল,এই কেন্দ্রের ক্ষেত্রে মূল বিষয় হলো মার্জিন,সেটা নিজ এলাকায় অভিষেক প্রচারের মধ্যে বারে বারে মনে করিয়ে দিয়েছিল স্থানীয় নেতৃত্ব দের,এমনটাই স্পষ্ট করছে রাজনৈতিক মহল। পশ্চিম বাংলার আকাশে বাতাসে উড়ছে সবুজ আবির,বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জয়ের ব্যবধান ৭ লক্ষ্য ১০ হাজার পার এটা ভারতবর্ষে একটা নজির গড়ে ফেললো। ভারত বর্ষের রাজনীতিতে একটা অভাবনীয় সাফল্য ও ঐতিহাসিক ফলাফল। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারের শেষ দিনে এসে দৃঢ়তার সঙ্গে বলেছিলেন,বাক্স খুললে চিচিং ফাঁক হবে, অভিষেক এর সেই কথাই মিলে গেলো। এবং সারা ভারত বর্ষের সঙ্গে পশ্চিম বাংলার জনগনও দেখলো। ডায়মন্ড মডেল কে সামনে রেখে উন্নয়নের দিকে তাকিয়ে ডায়মন্ড হারবার লোকসভার জনগন মন খুলে উজাড় করে ভোট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আবারও প্রমাণ করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তাদের আত্মার আত্মীয় ঘরের ছেলেকে বিপুল ভোটে শুধু জেতানো নয়,ভারত বর্ষে সব রেকর্ড কে ছাড়িয়ে জেতালেন তারা।রাজনৈতিক মহল এ এমনটাই উঠে আসছে আবারও উন্নয়নের বন্যা বইবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। ডায়মন্ড হারবার বিধানসভার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সামীম আহমেদ বলেন এই জয় মানুষের ভালোবাসা ও উন্নায়নের ই জয়। সূত্রে জানা যায় বিজেপি সবথেকে দেরিতে প্রার্থী দিয়ে ছিল এই কেন্দ্রে। অন্যদিকে বামেদের প্রার্থী ছিল প্রতীক উর রহমান।এই কেন্দ্র অতীতে ‘বামেদের গড়’ হিসেবে পরিচিত ছিল। ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ভোটে লড়েন এবং জয়ী হন। এরপর থেকে সেখানে রাজ্য শাসক দলের জয়ের ধারা অব্যাহত। বর্তমানে তৃণমূলের ‘দুর্জয় ঘাঁটি’ ডায়মন্ড হারবার। এবারেও সেখানে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল এই কেন্দ্রে জয় নিয়ে আলাদা করে কোনও প্রশ্ন রাখতে, তুলতে চান না। তাঁদের কথায়,শুধুই মার্জিনের দিকে নজর ছিল, তা পার হয়ে দেশের মধ্যে লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হলেন। অতীতের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০২৪ লোকসভা নির্বাচনে দেশের রেকর্ড মার্জিন বাড়িয়ে জয়ী হয়। সেই আনন্দে এলাকার সবুজ আবিরে ভরে গেল ডায়মন্ড হারবার লোকসভা এলাকা জুড়েএই জয়ের আনন্দে দলীয় কর্মী সমর্থক রা আবির খেলায় মেতে উঠেছে।