|
---|
লুতুব আলি, বর্ধমান : সার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশ সর্বপ্রথম গড়ে ওঠে। ভারতে এই প্রথম সংগঠন টির শাখা খোলা হল। সার্ক কালচার সোসাইটির ভারত চ্যাম্পিয়নের সভাপতি প্রাক্তন জেলা শাসক ডক্টর অমলকান্তি রায়ের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য মেহবুব হাসান ও ফজলুল হকের সহযোগিতায় বর্ধমান শহরের মিউনিসিপাল হাই স্কুলে সভাটি অনুষ্ঠিত হয়। মেহবুব হাসান জানান, সাতটি দেশ নিয়ে গঠিত সার্ক। যার হেড অফিস নেপালের কাঠমান্ডু। বিভিন্ন দেশের সরকার অনেক কাজ করে। তবুও কিছু কিছু কাজ করে উঠতে পারে না। বিশেষ করে সাংস্কৃতিক আদান-প্রদান। সেই ভাবনা থেকেই বাংলাদেশে প্রথম সার্ক কালচারাল সোসাইটি গড়ে ওঠে। তারপর বিভিন্ন দেশে এই সংগঠনটির প্রসার লাভ করে। বিভিন্ন দেশের সরকার ও অনেক ক্ষেত্রে সাহায্য করে। এই প্রথম ভারতে এই সংগঠন গড়ে উঠল। সভার অনুষ্ঠানে শতাধিক কবি, লেখক, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, নাট্য শিল্পী, বাচিক শিল্পী, ডাক্তার, শিক্ষক সমাজের সৃজনশীল মনস্ক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সার্ক বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের প্রধান শিক্ষক অরুনাভ চক্রবর্তী, রেল আধিকারিক সু বিমল মুখার্জি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৌমিক ঘোষ, লোক গবেষক ডঃ রমজান আলী। পূর্ব বর্ধমান জেলা কমিটিতে স্থান পেলেন উপদেষ্টা হিসেবে অধ্যাপক সমীর চ্যাটার্জী, সোমনাথ মুখার্জী, ডা: গোলাম মোহাম্মদ, অরুনাভ চক্রবর্তী। সভাপতি সুবিমল মুখার্জি, সহ-সভাপতি ডা: হাবিবুল্লাহ শেখ, চন্দা চট্টোপাধ্যায়, ড: রমজান আলী, অধ্যাপিকা জয়িতা ভট্টাচার্য। সম্পাদক অনুপম চট্টোপাধ্যায়, সহ-সম্পাদক ডা: সৌমিক ঘোষ, সমরনাথ বণিক, অনন্যা ঘোষ, নবেন্দু সাহা। সদস্য : সুবীর রায়, কাকুলি কেশ, অনন্যা চ্যাটার্জি, নন্দিতা সেনগুপ্ত, বিদিশা ব্যানার্জি, সৈয়দ মোশাররফ আজম, মিঠু মিত্র, অঙ্কিতা তা, সন্দীপ সাঁই, আলমগীর মন্ডল, জাহাঙ্গীর শেখ। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন টিটা ইসলাম।