পার্থী পরিবর্তনের দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পাটির কর্মীরা

পার্থী পরিবর্তনের দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পাটির কর্মীরা

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
    তৃতীয় ও চতুর্থ দফায় পার্থী ঘোষণার পর থেকেই জয়নগর, কুলতলি,রায়দিঘি, ক্যানিং, মগরাহাট,ডায়মন্ডহারবার সহ একাধিক বিধানসভায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত ।কোথাও পোড়ানো হচ্ছে টায়ার কোথায় ও বা ভাঙচুর করা হচ্ছে দলীয় কার্যালয় । তাদের মূলত দাবি ভূমিপুত্র কে প্রার্থী করা, তৃণমূল থেকে আগত তাদেরকে প্রার্থী না করা, প্রকৃত দলের সুখ দুঃখের সঙ্গে যুক্ত সৈনিকদের প্রার্থী করুক দল এই সমস্ত দাবির ভিত্তিতে জেলা জুড়ে আন্দলন । প্রকৃত দীর্ঘদিনের দলীয় কর্মীদের ২০২১বিধানসভায় প্রার্থী করলে তবেই তলের শ্রী বৃদ্ধি ও ভালো ফল পাওয়া যাবে। জনতা পার্টির প্রার্থী মিন্টু হালদার, দীপক হালদার, অর্ণব রায়,শান্তনু বাপুলি এই সমস্ত প্রার্থী দের কে পরিবর্তন করে নূতন মুখ আনার জন্য লাগাতার আন্দলন চালিয়ে যাবেন । জেলা জুড়ে ভারতীয় জনতা পাটির কর্মীরা রাজ্য অফিসের সামনে বিক্ষোভ দেখাছেন।