|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: গ্রামেগঞ্জে তপশিলি সম্প্রদায়ের মানুষের ওপর তৃণমূলী সরকারের নির্যাতনের অভিযোগ তুলে এর প্রতিবাদে কোচবিহারের রাজপথে নামল ভারতীয় জনতা তপশিলি মোর্চা। এছাড়াও তপশিলি সম্প্রদায়ের মানুষেরা জায়গায় জায়গায় নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এমনটাও অভিযোগ করা হয়। তপশিলি সম্প্রদায়ের মানুষদের নির্যাতন, খুন, চাকরি পেতে হয়রানি এবং সর্বোপরি এসসি, সার্টিফিকেটের ক্ষেত্রে হয়রানির প্রতিবাদে এদিন পথে নামে ভারতীয় জনতা তপশীলি মোর্চা।