ভার্চুয়ালি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার: দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠান ভার্চুয়ালি রাজ্যের প্রতিটি জেলা পর্যায়ে এবং ব্লকস্তরে দেখানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করার ব্যবস্থা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ডায়মন্ড হারবার বিডিও অফিসে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,ডায়মন্ড হারবার সংগঠন জেলার সভা নেত্রী তথা জেলা পরিষদের সদস্যা মনমহিনী বিশ্বাস, ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বিডিও শেখ দিন ইসলাম,একনম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী,একনম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সন্দ্বীপ সরকার,পঞ্চগ্রাম হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ আকবর হোসেন সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠান ডায়মন্ড হারবার ব্লক প্রশাসন জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানোর ব্যবস্থা করেছিল।পাশাপাশি ডায়মন্ড হারবার পৌরসভা প্রাঙ্গণে যে জায়েন্ট স্ক্রিন করা হয়েছে সেখানে ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাসদের সঙ্গে একসঙ্গে বসে সেই অনুষ্ঠান চাক্ষুষ করলেন পৌরসভার সকল কাউন্সিলরা। বিডিও শেখ দিন ইসলাম তিনি এ বিষয়ে রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রীর বিশেষভাবে প্রশংসা করেন। বিধায়ক পান্নালাল হালদার তিনি বলেন যে আজ পশ্চিমবঙ্গের এক গর্বের দিন। তিনি নিজেকে এতে অনেক গর্ব অনুভব করছেন। অনেক সাধারণ মানুষ যাদের পুরী গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করা সম্ভব হবে না তারা কিন্তু এখানে গিয়ে জগন্নাথ দর্শন করতে পারবেন। পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের দলনেত্রী যেটা করে দেখালেন সারা বিশ্বে এক আদর্শ হয়ে থাকবে। পশ্চিমবঙ্গ বাসী হিসেবে আজ সত্যি গর্বের দিন। সত্যি মুখ্যমন্ত্রী অতুলনীয়া। পশ্চিমবঙ্গের অনেক মানুষের সামর্থ হতো না পুরী যাবার। এবার দীঘাতেই জগন্নাথ দর্শন করতে পারবেন মানুষ, তিনি জয় জগন্নাথ বলেন।