ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন ১৬তম কালিয়াচক-১ লোকাল কমিটির উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়

নতুন গতি , মালদা : ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ১৬তম কালিয়াচক-১ লোকাল কমিটির উদ্যোগে শনিবার সুজাপুরে ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসায় ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। করোনা স্বাস্থ্য বিধিকে মাথায় রেখে প্রায় প্রায় ৭০ জন যুব সদস্য নিয়ে সম্মেলন সম্পন্ন হয়। এদিনের প্রকাশ্যসভায় উদ্বোধনী ভাষনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জেলা সম্পাদক বিপ্লব দাস। বিপ্লব দাস বলেন, যুব শক্তিই পারে পরিবর্তন আনতে। অসহায় মানুষের পাশে দাড়ানোর বার্তা দেন। আগামী 2, 3, 4 অক্টোবর রায়গঞ্জে হবে রাজ্য সম্মেলন। সকলের জন্য শিক্ষা ও কাজের দাবি জানান। খুন হওয়া কর্মী মহিদুল আলি মিদ্দাকে ডিওয়াইএফআই সাহায্য করেছে। আমরা নবান্ন অভিযান করেছি। আমরা সার্বিক উন্নয়নের জন্য মূলত যুবক যুবতীদের এগিয়ে যাওয়ার লক্ষে লড়াই ও আন্দোলনের কাজ করে চলেছে ভিওয়াইএফ। সভাপতি ইয়াসমিন মহলদার সংগঠনের সম্পাদকীয় প্রতিবেদনে কী কী কাজ সম্পন্ন হয়েছে তা তুলে ধরেন । রাজ্য সরকাররের ও কেন্দ্রের বিজেপি অগণতান্ত্রিক কাজের তীব্র সমালোচনা করেন । তবে কেন্দ্রের রেল ও বিভিন্ন সংস্থাকে বেসরকারীকরন , বিভাজনের রাজনীতির সমালোচনা করেন। এদিকে সরকারী অর্থের অপচয় করে “মেলা ও খেলা” নিয়ে কটাক্ষ করা হয় সম্মেলনে। শুরুতে প্রয়াত বিভিন্ন নেতাদের স্মরণ করে একমিনিট নীরবতা পালন করেন । উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বিপ্লব দাস, ব্লক সম্পাদক সৈয়দ হাসান ইকবাল, সভাপতি ইয়াসমিন মহলদার, দলীয় নেতা এনামুল হক, ছাত্রনেতা ও শাখা সংগঠনের নেতারা ।