ভারতবর্ষের প্রথম পুকুর ভিত্তিক সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ

বাবলু হাসান লস্কর, কুলতলী : দক্ষিণ চব্বিশ পরগনা,শহরে সাঁতার শেখার ব্যবস্থা থাকলেও গ্রামে সেই ব্যবস্থার বড়ই অভাব। আর এই ভাবনা চিন্তাকে মাথায় নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সিনি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পুকুরভিত্তিক একাধিক সাঁতার প্রশিক্ষণ শিবির গড়ে তুলছে। বিশেষ করে সুন্দরবনের অত্যন্ত এলাকা গুলিতে যেভাবে জলে ডুবে শিশু মৃত্যু ঘটছে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কুলতলীর মৈপিঠ কোস্টাল থানার বৈকুন্ঠপুর শিশু সেবা কেন্দ্র ও ভুবেনেশ্বরীতে। বিশেষ করে শহর কেন্দ্রিক ছেলেমেয়েদের জন্য ভালো সুইমিংপুলের পাকাপোক্ত ব্যবস্থা থাকলেও গ্রামগঞ্জে তা দেখা মেলা ভার, আর এই সমস্যার দূরীকরণ করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সিনির উদ্যোগে মৈপিঠ কোস্টাল থানার বৈকন্ঠপুর শিশু সেবা কেন্দ্রে গ্রাম বাংলার শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা এগিয়ে এসেছে ।ভারতবর্ষে প্রথম পুকুরভিত্তিক সুইমিংপুল তারা তৈরি করে। গাঙ্গেও সুন্দরবন এলাকায় প্রতিদিন তিনটি শিশুর মৃত্যু হয় জলে ডুবে, তা চিরতরে নির্মূল করতে সিনির উদ্যোগে এমনই মহতি উদ্যোগ । যেখানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাWHO, কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা,দ্যা জর্জ ইনস্টিটিউ রাজ্য স্বাস্থ্য আধিকারিক,লোকাল প্রশাসন ও জন প্রতিনিধি । সুজয় রায়ের কথায় আগামী দিনে সুন্দরবনের প্রতিটি ব্লকে এমনই কর্মসূচি যাতে সঠিক রূপে বাস্তবায়িত হয় তার ঐ ব্যবস্থা গ্রহন করার কথা তিনিও জানান।এছাড়া পথ নাটিকা শিশুদের নিয়ে র‍্যালি এবং আরেকটি সুইমিং পুলের উদ্বোধন হয় ভুবনেশ্বরীতে