|
---|
আলিফ ইসলাম: মেমারি:১৮ মে,আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ ( হুগলী শাখা) এর ভাষা দিবস উনিশে মে পালনে বৃষ্টি ভেজা বিকালে বৈঁচিতে আজ,১৮ মে বৃহস্পতিবার বৈঁচি বিবেকানন্দ পল্লীতে ধীরেন্দ্রনাথ রায়ের বাসভবনে এক ঘরোয়া পরিবেশে উপস্থিত হয়েছিলেন সাহিত্য সংস্কৃতি ও ভাষা প্রেমী গুণী ব্যক্তিত্ব। এই মহতী অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, বাসুদেব মাল, ধীরেন্দ্রনাথ রায়, রাম পাত্র, সুফি রফিক উল ইসলাম, দেবকী দুলাল চক্রবর্তী,গোলক বিহারী পাল,চিন্ময়ী চ্যাটার্জী, সুলেখা দাস, সুব্রত ব্যানার্জী,বৈদ্যনাথ পাল প্রমুখ প্রায় পনেরো জন বৈকালিক বৃষ্টি ভেজা পরিবেশে ভাষা শহীদ দিবস নিয়ে আলোচনা,বক্তব্য, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে ভাষা শহীদ গণকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন।সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রাজ্য কমিটির সম্পাদক সৌমিত্র চট্টোপাধ্যায়।