|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : ভাতার ব্লক আপডেট খবর ২৪×৭ এর বর্ণময় অনুষ্ঠান। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার জনপ্রিয় সমাজ মাধ্যম গ্রুপ ভাতার ব্লক আপডেট খবর ২৪×৭ এর ষষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে বর্ণ ময় অনুষ্ঠান হল ভাতারে। ১২ জানুয়ারি ছিল বীর সন্ন্যাসী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী। এই ঐতিহ্যপূর্ণ দিনে ভাতারের উৎসব দিয়ে বাড়িতে এই জনপ্রিয় গ্রুপটির বর্ণময় অনুষ্ঠানকে ঘিরে উন্মাদনার সঞ্চার হয়। অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্বের প্রাক্কালে স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং স্বামীজীর দর্শন নিয়ে অনুষ্ঠানে আলোকপাত করা হয়। স্বাগত ভাষণ দেন এই গ্রুপের মুখ্য এডমিন বিশিষ্ট সমাজসেবী ভাতারের ভূমিপুত্র মধুসূদন কোয়ার। মধুসূদন বাবু জানালেন, মূলত গ্রুপটি ভাতার থেকে উৎপত্তি হলেও সমগ্র দেশ জুড়ে ব্যাপ্তি আছে। শত শত সদস্যরা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছেন হাজারেরও অধিক এই গ্রুপের সদস্য সংখ্যা। এই গ্রুপটিতে সংবাদ প্রেরণ এর সাথে সাথে সামাজিক কাজকর্মনীয় আলোকপাত করা হয়। এই গ্রুপটি সমাজসেবার ক্ষেত্রে ভাতারের আয়না হিসেবে পরিগণিত হয়েছে। এই গ্রুপের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী বর্ষীয়ান পরেশনাথ হাজরা বলেন, সততার সঙ্গে এই গ্রুপটি ঊর্ধ্বমুখী হয়েছে। এই গ্রুপটির সৌজন্যে লাখো লাখো মানুষ তাদের নিজেদের মত বিনিময় করতে পারছেন, সাংবাদিকরা তাদের পরিবেশিত সংবাদ প্রেরণ করতে পারছেন সঙ্গে সঙ্গে এক ভিন্ন আঙ্গিকে সমাজসেবাও করা হচ্ছে। উপদেষ্টা মন্ডলী সদস্য ভাতারের আর এক ভূমি যুদ্ধ বিশিষ্ট কবি শেখ আব্দুল জব্বার বলেন, আগামী দিনে এই গ্রুপটি র সমস্ত দেশের লোক তাকিয়ে থাকবেন। এই গ্রুপটির মাধ্যমে পরোক্ষভাবে আন্তরিকভাবে সমাজের বিভিন্ন ধরনের কর্মসূচি গৃহীত হয় এবং তার রূপায়ণও হয়। এদিনের অনুষ্ঠানে অনেক বিশিষ্ট গুণীজনদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্নমাত্রা পেয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট উদ্যোগ পতি শেখ আব্দুল হাকিম, ভাতার ফায়ার স্টেশনের ওসি রহমান চৌধুরী, ভাতার ইউকো ব্যাংকের ম্যানেজার ঋতুপর্ণা ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী চিন্ময় ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী প্রণব কোয়ার, ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির সম্পাদক প্রদ্যুৎ কুমার পাল, ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির সভাপতি স্বপন চ্যাটার্জি, এই গ্রুপের উপদেষ্টা মন্ডলীর সদস্য জয়ন্ত কুমার ধারা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত যে সমস্ত সাংবাদিকদের সংবর্ধিত করা হয় তারা হলেন ধীমানরায়, সুদিন মন্ডল, জগন্নাথ ভৌমিক, লুতুব আলি, শেখ মিলন, আমিরুল ইসলাম, সঞ্জয় মন্ডল, মনোজ মালিক। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন শুভব্রত ব্যানার্জি, অরূপ কুমার সাহা, কৌশিক মাজি, সম্রাট হাজরা, সেলিম মন্ডল, রাজিব মান্না, দেবব্রত দত্ত। এই গ্রুপের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে বইমেলা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেদিনের অনুষ্ঠানটি সুস্বাদুভাবে সঞ্চালনা করেন গ্রুপের অন্যতম এডমিন দেবজ্যোতি কুন্ডু।