|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : ভাতার হোয়াটসঅ্যাপ গ্রুপ ঐতিহ্যে অটুট :ও.সি সম্বর্ধিত হলেন। পূর্ব বর্ধমান জেলার ভাতার একটি প্রাচীন জনপদ। ভাতার মূলত গ্রামীণ এলাকা। মানুষের প্রধান জীবিকা কৃষির উপর নির্ভরশীল। এই এলাকায় হিন্দু, মুসলিম সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি রক্ষা করে চলেন। অতি সম্প্রতি এখানে একটি হাজারো মানুষ ছাড়িয়ে গেছে এমন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে। যার পোশাকি নাম ভাতার ব্লক আপডেট খবর ২৪ ×৭ এই গ্রুপটি দারুন ভাবে জনপ্রিয়তা অর্জন করে চলেছে। ভাতার থানা ও ব্লকে কোন আধিকারিকরা সদ্য যোগদান করলে তাঁদেরকে সম্বর্ধিত করা এই গ্রুপের ঐতিহ্য। এরই পরম্পরা হিসেবে এই গ্রুপের পক্ষ থেকে ভাতার থানায় সদ্য নিযুক্ত ও.সি বুদ্ধদেব ঢুলি মহাশয়কে বিশেষভাবে সম্বর্ধিত করা হয়। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যতম এডমিন মধুসূদন কোয়ার, শুভব্রত ব্যানার্জি সহ বেশ কিছু মানুষের উজ্জ্বল ভাবনায় এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি গড়ে উঠেছে। এই গ্রুপের উপদেষ্টা মন্ডলীর সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী, কবি শেখ আব্দুল জব্বার সাহেব জানান, সমাজের নানান স্তরের মানুষজন এই গ্রুপের সঙ্গে যুক্ত আছেন। এই গ্রুপটি দিন দিন সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই গ্রুপটি ভাতার এলাকার মানুষের সুখ দুঃখের সঙ্গী হয়ে উঠেছে। ভাতার এলাকাকে সমৃদ্ধ করতে এই গ্রুপটি এক সহায়ক ভূমিকা পালন করে চলেছে। এই ভাতার থানার নবনিযুক্ত ওসি একজন বিশিষ্ট আধিকারিক হিসেবে প্রশাসন দপ্তরের চির পরিচিত মুখ। তিনি খুবই ভালো মনের, ভালো মানের, মানুষ হিসেবে সর্বজনবিদিত। দক্ষতার সাথে, দক্ষ প্রশাসক হিসাবে, বিগত দিনে বিভিন্ন থানায় কাজ করে এসেছেন। নবনিযুক্ত ওসি সাহেব এই গ্রুপের সামাজিক ও সেবামূলক কাজের পাশে সব সময় থাকার আশ্বাস দিয়েছেন। ভাতার ব্লক আপডেট খবর ২৪×৭ একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সোশ্যাল মিডিয়া গ্রুপ হিসেবে পরিচিতি লাভ করেছে। বিভিন্ন সময়ে মানুষের জন্য, বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন, লেন্স ফ্রি দিয়ে, চক্ষু অপারেশন শিবিরের আয়োজন করা হয়ে থাকে। এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদেরও ন্যাশনাল লেভেল ক্যারাটে প্রশিক্ষণে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা ও বিভিন্ন সময়ে পুরস্কৃত করা হয়। জব্বার সাহেব আর ও বলেন, আগামী দিনেও আরো নানান ধরনের সামাজিক ও সেবামূলক কাজে এই গ্রুপ কে বৃহত্তর পরিসরে দেখা যাবে। সকলের সহযোগিতায় এই গ্রুপ রাজ্যের মধ্যে একটি বৃহৎ প্রতিষ্ঠান পরিণত হবে।