|
---|
স্টাফ রিপোটার : আজিজুর রহমান, গলসি, মানসিক ভারসাম্যহীন এক প্রতিবন্ধীর বাড়ি গিয়ে মানবিক ভাতার ব্যবস্থা করলেন গলসি ২ ব্লক বিডিও সঞ্জীব সেন। বিডিও এমন কাজের প্রশংসা করেছেন অনেকেই। প্রতিবেশী সেখ আতাউল্লা বলেন, গত ৪ তারিখ গলসি উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার চলছিল। বিডিও সাহেবকে তিনি শেখ সাইদুল ইসলামের কথা বলেন। সাইদুল পূর্ব বর্ধমানের গলসি ২ নং ব্লকের বাবলা গ্রামের বাসিন্দা। সে ৭০ শতাংশ মানসিক ভারসাম্যহীন। ওইদিন দুপুরে বিডিওর নির্দেশে একটি প্রতিনিধিদল বাবলা গ্রামে পৌছায়। ওইসময় তিনিও তাদের সাথে ছিলেন। সরকারী অফিসাররা সাইদুলের জরুরী কাগজপত্র নিয়ে মানবিক ভাতার ফর্ম ফিলাপ করেন। এরপর শনিবার বিডিও সাহেব সাইদুল এর বাড়িতে এসে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন। তিনি বলেন, সাইদুলরা খুবই গরীব মানুষ। বাড়িতে তার মা বাবা ও একটি ছোট বোন আছে। গলসি বিডিওর মানবিক উদ্যোগের জন্যই সাইদুল রাজ্য সরকারের কাছ থেকে ভাতা পাবেন। তার দাবী, ভাতার টাকা ওদের সংসারে বেশই কাজে দেবে। বিডিও সঞ্জীব সেন বলেন, ৪ তারিখ দুয়ারে সরকারে খবর পেয়ে ওনার বাড়িতে টিম পাঠায়। সেখানে উপভোক্তার মানবিক ফর্ম ফিলাম করা হয়। ওইদিনই রাতে পোটালে আপলোড করা হয়। পরদিন সকল তথ্য তদন্ত করে দেখা হয়। এরপর জেলার ডিএম ম্যাডামকে বিষয়টি বললে তিনিও যতেষ্ট সহযোগিতা করেন। গতকালই মানবিক প্রকল্পের তালিকাভুক্ত হয় শেখ সাইদুল ইসলামের নাম। এরপর আজ তার বাড়ি গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দিয়েছি। তিনি বলেন, এই রকম যে কোন প্রকল্পের উপভোক্তা থাকলে তাকে সরাসরি জানাতে। তিনি তার টিম পাঠিয়ে সবরকম ভাবে সহযোগিতা করবেন।