পশ্চিম মেদিনীপুরে ভীম একাদশী উৎসবের চেহারা নেয়

নিজস্ব সংবাদদাতা :বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ, দুর্গাপূজা কালীপূজা থেকে আরম্ভ করে বিভিন্ন উৎসব মেতে উঠি আমরা। সেরকমই পশ্চিম মেদিনীপুরের অন্যতম প্রধান উৎসব একাদশী ।

    মাঘ মাসের কৃষ্ণ একাদশীর দিনটি ভীম একাদশীর রূপে পালন করা হয়। রার বাংলা ও পশ্চিম মেদিনীপুরে রীতিমতো উৎসবের চেহারা নয়। মহাভারতের বীর যোদ্ধা ভীম পূজিত হন। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় উৎসবের চেহারা নেয়। বিভিন্ন প্রান্তে চলে মেলা। ভীমকে কোথাও চাষের দেবতা হিসাবে পুজো করা হয় কোথাও আবার শক্তির দেবতা হিসেবে পূজা করা হয়। ভীমের মূর্তিগুলি হয় নজর করা, কোথাও উচ্চতা হয় ২৫ ফুট কোথাও আবার ৩০ ফুট। ভীম ঠাকুর কে দেখতে মন্দকে মন্ডপে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়ে থাকে। কোথাও কোথাও আবার ভীমের মূর্তিতে টাকার মালা পরানো হয়। নিজের মনের কামনা পূরণ করবার জন্য অনেকে পুজো দেন পুষ্পাঞ্জলি প্রদান করেন। ভীম একাদশী হলো নির্জলা একাদশী, এই একাদশী পালন করতে হয় একেবারে নির্জলা উপবাস থেকে। বেদব্যাস ভীমকে এই একাদশী পালন করার কথা বলেছিলেন। কথিত রয়েছে এই একাদশী পালন বাকি সব ব্রত পালন করবার সমান।