|
---|
সেখ আব্দুল আজিম : চন্ডীতলা ১৬ই আগস্ট ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে, এন কে মোল্লার চক, বিদ্যালয় প্রাঙ্গণে শট পিচ ক্রিকেট প্রতিযোগিতা হল সারা রাত ব্যাপী। খাজা জুয়েলার্স প্রিমিয়ার লিগে ১৬ টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। উক্ত খেলায় মোল্লার চক সরকারপাড়া ইয়াং স্টার কমিটি সহযোগিতায় ৮ থেকে ৮০ বছরের সারারাত ব্যাপী ক্রীড়া প্রেমীদের এলাকাবাসীদের নজর কাড়ে খেলার প্রথমে গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয় শট পিচ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয় জাতীয় সংগীতের পর। টানটান উত্তেজনায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, আশিক স্টাইলস বনাম মীরে পাড়া মোল্লার চক । জয়ী হয় আশিক স্টাইল। খাজা জুয়েলার্সের প্রোপাইটার সাবির আলী মিদ্দে জানালেন গ্রামের মানুষদের এই ক্রিকেট খেলা দিয়ে আনন্দ দিতে চান। আগামী বছরও ইনশাআল্লাহ তিনি এই প্রতিযোগিতার আয়োজন করবেন। সমগ্র খেলাটি, সুন্দরভাবে কমেন্ট্রি করেন , এস এম কালিমুল্লাহ।