|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ:কোথায় আছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্নদেখা এমনি ছবি ধরা পড়লো মুর্শিদাবাদে।দরীদ্র বৃদ্ধার মৃত্যুর পর তার বাড়ি থেকে উদ্ধার হল ২লক্ষ ২৩ হাজার ৪১৪ টাকা।রবিবার দুপুর একটাই এই ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় ভগবানগোলার বেলিয়াচকপাড়া এলাকায়। জানা যায়, শনিবার অসেনুর বেওয়া নামে এক বৃদ্ধার বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়। তারপর রবিবার ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে গ্রামবাসীরা দেখতে পাই তার বাড়িতে প্রচুর টাকা পয়সা রয়েছে। এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে যায় এলাকাবাসীরা। পরে তারা গুণে দেখে ওই বৃদ্ধার বাড়িতে খুচরো পয়সা সহ মোট ২৪ হাজার ৮০০ টাকা রয়েছে। জানা যায়,অসেনুর বেওয়ার চার ছেলে মেয়ে থাকলেও তাকে কেউ দেখাশোনা করত না,তার সঙ্গে একই বাড়িতে থাকত না। অসেনুর বেওয়া মূলত ভিক্ষা করে জীবন ধারণ করত।