বহরমপুরে অনুষ্ঠিত দুঃস্থ মানুষদের বস্ত্র ও ফুড প্যাকেট বিতরণ কর্মসূচি

সামিম হোসেন : মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেশনে বিশিষ্ট সমাজসেবী ও অধ্যাপক সপ্তর্ষি সাহার উদ্যোগে পরিচালিত হল দুঃস্থ মানুষদের বস্ত্র ও ফুড প্যাকেট বিতরণ কর্মসূচি।এদিন তিনি বহরমপুরের কয়েকশো দুঃস্থ মানুষের হাতে বস্ত্র ও ফুড প্যাকেট তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় সুব্রত সাহা মহাশয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ উনিভার্সিটির ভি.সি. ডঃ সুজাতা ব্যানার্জি,এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ এ কে বেড়া,ডঃ দেবাশীষ দাস সহ বিশিষ্টবর্গগণ।এদিন সপ্তর্ষি সাহা সুধীর ক্যান্টিনের শুভ উদ্বোধন করেন তিনি ঘোষণা করেন,”এই সুধীর ক্যান্টিনে বিনা পয়সায় প্রতি মাসে একদিন করে গরীব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা থাকবে ।” এদিন তিনি বলেন এই স্টেশনের কিছু দোকান মেরামত করে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন। তিনি স্বদেশ নীতির মাধ্যমে সবার মধ্যে জাতীয়তাবোধ গড়ে তোলার ডাক দেন। এদিন মাননীয় মন্ত্রী সুব্রত সাহা বলেন,”এই অনুষ্ঠানে সবচেয়ে যারা গুরুত্বপূর্ণ তারা হচ্ছেন সামনে বসে থাকা মা বোনেরা এবং সপ্তর্ষি সাহা তার জন্মদিনটাকে মোমবাতি নিভিয়ে কেক কেটে উদযাপন না করে দুঃস্থ মানুষদের হাতে অন্ন ও বস্ত্র তুলে দিয়ে উদযাপন করছে এটা তার কাছে খুব গর্বের বিষয়।” এদিন তিনি মুর্শিদাবাদের ঐতিহ্য ও সংস্কৃতির কথাও তুলে ধরেন। তিনি বলেন এরকম আরোও কর্মসূচি হোক তিনি সবসময় পাশে আছেন। এছাড়াও উপস্থিত বিশিষ্টজনদের প্রত্যেকে সপ্তর্ষি সাহার এই কাজকে সাধুবাদ জানাই এবং তারা সবসময় পাশে থাকার আস্বাস দেন।