|
---|
তুরস্কে ভুমিকম্প; নিহত ৯, আহত ৩৭
নতুন গতি,ওয়েব ডেস্ক:
ইরানের সীমান্তবর্তী অঞ্চল পূর্ব তুরস্কে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৯ জন নিহত এবং অন্তত ৩৭ জন আহত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা এ তথ্য জানিয়েছেন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়েলু বলেন, প্রদেশের বাসকালে জেলার একাধিক গ্রামের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ওই অঞ্চলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে মাটির ঘরগুলো।
ভুমিকম্পের পর অনুসন্ধান ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ইরান ও তুরস্ক বিশ্বের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে রয়েছে। গত মাসে পূর্ব তুরস্কের ইলাজিগে প্রদেশে ভূমিকম্পে ৪০ জনেরও বেশি লোক মারা গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি