করোনা রিপোর্ট নেগেটিভ থাকলেই প্রবেশ করা যাবে ভুটানে

নিজস্ব প্রতিবেদক:- ডবল ডোজ ভ্যাক্সিনেশন সার্টিফিকেট, করোনা রিপোর্ট নেগেটিভ থাকলেই প্রবেশ করা যাবে ভুটানেভারতের প্রতিবেশী দেশ ভুটান অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। দূর দূরান্ত থেকে ভুটানের সৌন্দর্য কে দেখতে পর্যটকদের সমাগম হয়। তবে করোনা মহামারীর কারণে পর্যটকদের ভুটানে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তবে এখন ভুটানের করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, পজিটিভিটি রেট একেবারে নিম্নমুখী। সেই কারণে ভুটানে প্রবেশের ক্ষেত্রে সেই অর্থে বাধা নেই। পর্যটকদের ডাবল ডোজ সার্টিফিকেট, ও করোনা রিপোর্ট নেগেটিভ সার্টিফিকেট থাকলে প্রবেশের ক্ষেত্রে আর কোন বাঁধা থাকবে না।কিছুদিন আগে পর্যন্ত ভুটানের প্রবেশ করতে হলে অন্ততপক্ষে পাঁচ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হতো পর্যটকদের। সম্প্রতি এই নিয়ম তুলে নেওয়া হয়েছে, ডবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং করোনা রিপোর্ট নেগেটিভ সার্টিফিকেট থাকলেই চলবে। তবে কোন পর্যটকের করোনা পরীক্ষার পর যদি রিপোর্ট পজেটিভ আসে সেক্ষেত্রে তাকে কোয়ারেন্টাইনে চার থেকে পাঁচ দিন অন্তত থাকতে হবে। ভুটানের শহরগুলির প্রবেশ দ্বারে করোনা পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে।