|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: ভুটানে করোনা-ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় ৭ দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে। বুধবার থেকে বিধিনিষেধ কার্যকর হয়েছে। করোনা প্রাদুর্ভাবের কারণে ভুটানে প্রথম লকডাউন ঘোষণা করা হয় গত আগস্টে। সে সময় এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে দেশটির সরকার। কঠোর নিয়ম মেনে করোনা-ভাইরাস প্রতিরোধে ভুটানের অর্জিত সাফল্য অনেক দেশকেই পথ দেখিয়েছিল। সংক্রমণ রুখতে সেখানে আবার নতুন করে লকডাউন জারি করা হল।
ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বুলেটিনে জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। এদের মধ্যে ৪৩০ জন সুস্থ হয়েছেন। তবে এখনও পর্যন্ত একজনেরও মৃত্যু হয়নি। প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পাতায় বলা হয়েছে, থিম্পু, পারো, লামোইঝিংখায় করোনার প্রাদুর্ভাব বাড়ছে। মঙ্গলবার সকালেই আন্তঃরাজ্য যাতায়াত বন্ধ করা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় জাতীয় কোভিড নিয়ন্ত্রণ টাস্কফোর্স আরও কড়া নিয়ম জারি করতে চাইছে। প্রধানমন্ত্রীও মনে করছেন, দেশজুড়ে লকডাউন দেশটিতে করোনা-ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করবে। সেই সঙ্গে কমবে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা।