শান্তিপ্রিয় দেশ গুলির মধ্যে ভুটান অন্যতম, রয়েছে সুউচ্চ বুদ্ধমূর্তি!

নিজস্ব সংবাদদাতা :ভারতের প্রতিবেশী দেশ ভুটান, আয়তনে একেবারেই ছোট। বিশ্বের রাজনৈতিক দরবারে খুব একটা পাত্তা পায় না ভুটান। তবে বিশ্বের শান্তিপ্রিয় দেশগুলির মধ্যে অন্যতম। আশ্চর্য ব্যাপার হল ভুটানে কোন মসজিদ চার্চ নেই। রয়েছে বৌদ্ধ মন্দির ও হিন্দু মন্দির। ভুটানের জনসংখ্যা মাত্র সাড়ে ৭ লক্ষ। রাজধানীর নাম থিম্পু, এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ভুটানে বেড়াতে এসে থাকেন। আরেকটি আশ্চর্যের বিষয় হল ভুটানে অবস্থিত হিন্দু মন্দিরে কোন দেবদেবীর মূর্তি নেই। এখানকার হিন্দুরা সাধারণত গণেশ ও দেবী দুর্গার পুজো করে থাকেন। ভুটানের রাজধানী থিম্পুতে রয়েছে অনেক উঁচু গৌতম বুদ্ধের মূর্তি। এই বুদ্ধমূর্তি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয়।