বিবাহ বন্ধন অনুষ্ঠানে সাংবাদিকরা।

নিজস্ব সংবাদদাতা : বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সাংবাদিক সেখ আমজাদ আলি, আজ তার নিজ বাড়ি কুমিরমোড়া সংলগ্ন একটি লজে অয়ালিমা অনুষ্ঠিত হয়। এদিন নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন নবাবিয়া মিশনের সম্পাদক শাহিদ আকবর, আশিক জুয়েলার্স এর কর্নধর মোহাম্মদ আশিক, পরিবেশ কর্মী সেখ মামুদ আলি ও বিশিষ্ট সাংবাদিক সেখ আব্দুল আজিমসহ একাধিক সাংবাদিক ও সংবাদ জগতের কর্মীরা। এদিন পরিবেশকর্মী শেখ মাহমুদ আলী নব দম্পতিকে বৃক্ষ উপহার দেন।