বিবেক চেতনা উৎসব সাহসপুর ডি এন এস ইনস্টিটিউশন(উ:মা:) প্রাঙ্গণে

আর,এ,মণ্ডল,ইন্দাস : আজ ১২ জানুয়ারী বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সাহসপুর ডি এন এস(ধীরেন্দ্র নাথ সিংহ) ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতিথি উপলক্ষে বিবেক চেতনা উৎসব।ইন্দাস যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে ও ইন্দাস ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস বিডিও মানসী ভদ্র চক্রবর্তী,পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন,ও সি বিদ্যুৎ কুমার পাল,সাহসপুর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নীরদ বরণ সাম,আকুই জি পি-র প্রধান ইকরাম হোসেন,করিশুণ্ডা জি পি-র প্রধান সৈয়দ হোসনে রব্বি।এছাড়া ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেখ হামিদ,সেখ রবিউল হোসেন এবংইন্দাস যুব কল্যাণ দপ্তরের আধিকারিক সৌগত নায়েক প্রমুখ। অনুষ্ঠানে বিবেকানন্দের জীবনার্দশ নিয়ে উপস্থিত বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। ঐ দিনই একটি সম্প্রীতির ফুটবল ম্যাচও অনুষ্ঠিত।