বাল্য বিবাহ সচেতনতার রোধে কন্যাশ্রী বালিকাদের নিয়ে সাইকেল র‍্যালি কেশপুরে

কেশপুর: কেশপুর ডেভেলপমেন্ট ব্লকের সহযোগিতায় কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের তরফে ছুতারগেড়িয়া এফবি হাই মাদ্রাসা থেকে র‍্যালি শুরু হয়ে কলাগ্রাম এস কে এস স্কুল পর্যন্ত এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয় বুধবার। বাল্য বিবাহ জেলা রুখতে উদ্যোগী রাজ্য সরকার। চালু হয়েছে ‘কন্যাশ্রী’ প্রকল্পও। যদিও এর পরেও সচেতন নন অনেকেই। লক-ডাউনের পর থেকে রাজ্যে বেড়েছে বাল্য বিবাহ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এল কলাগ্রাম গ্রাম পঞ্চায়েত। এদিন অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) কেম্পাহনাইয়া।

    এছাড়াও উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও দীপক কুমার ঘোষ, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পানমনি মুর্মু, পশ্চিম মেদিনীপুর ডি সি পি ও সন্দীপ দাস, এন আই সি জয়ন্ত সিনহা,কেশপুরের জয়েন্ট বিডিও প্রসেনজিৎ নন্দী ,কেশপুর থানার ওসি অঞ্জনি কুমার তিওয়ারি, সমাজ কল্যাণ আধিকারিক সৌরদীপ সাহা, বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী , কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শামসেদা বেগম, কর্মাধ্যক্ষ বাদল মন্ডল ,কলাগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম সরকার সহ ছুতারগেড়িয়া এফবি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক, কলাগ্রাম এস কে এস স্কুলের বিশিষ্টরা। সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন শতাধিক কন্যাশ্রী। বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলি বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরে তারা। সেই সঙ্গে তারা বাল্যবিবাহ করবে না বলে শপথও পাঠ করে।