বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপনের বার্তা দিতে সাইকেলে ভ্রমণ

নতুন গতি প্রতিবেদক : দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত রাধাকান্তপুর অঞ্চলের বাসিন্দা। ভ্রমণপিপাসু পরিবেশপ্রেমী যুবকটির ছোটবেলা থেকে বাইসাইকেল চালানোর প্রতি ছিল বিশেষ আকর্ষণ। বাপন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করার সময়, প্রথম বাবার কাছ থেকে সাইকেল উপহার স্বরূপ পায়। এরপর তার বাহনকে সঙ্গী করে পথ চলা শুরু। একদিন মনে মনে ঠিক করল, সাইকেল চেপে দূর ভ্রমণে বের হবে। সাথে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দেওয়া, বৃক্ষরোপণ থেকে শুরু করে প্লাস্টিক মুক্ত পৃথিবী।

    প্রথমদিকে অনেক মানুষই তার এই দুঃসাহসিক অভিযান নিয়ে ব্যঙ্গ করেছিল। হার না মানা দৃঢ় প্রতিজ্ঞ এই যুবক, ঠিক করে ফেলেছিল যে অভিযান সম্পূর্ণ করবে। যেমন ভাবা তেমন কাজ, তার দু’জন অন্তরঙ্গ বন্ধু অভিজিৎ গিরি এবং অলোক হালদারকে সঙ্গী করে সাইকেল নিয়ে সুন্দরবন এলাকা থেকে কেদারনাথের উদ্দেশ্যে ২৫ শে এপ্রিল ২০২২ তারিখে রওনা দেয় এবং ২৩ শে মে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায়। তার অভিযান আগামীতে আরো চলতে থাকবে বলে জানা যায়।