|
---|
রহমতুল্লাহ,মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্য রা দক্ষিণ ২৪পরগনার ক্যানিং এর মধুখালি FP বিদ্যালয়ে গিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে। উল্লেখ্য অত্র বিদ্যালয়ের শিক্ষক গোড়াচাঁদ সরদার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে সামনে রেখে এই মহতি শিবির। মধুখালি FP বিদ্যালয়ে প্রথমবার রক্তদান শিবির দেখে সাধুবাদ জানিয়েছে শিক্ষক- শিক্ষিকা থেকে শুরু করে ক্যানিং এর আধিকারিক গনেরা। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের টিআইসি অমিও কুমার বেরা, ক্যানিং এর আই. সি সৌগত ঘোষ, বিডিও শুভঙ্কর দাস এবং জয়েন্ট বিডিও অক্ষয় মই, উপপ্রধান ক্ষতিব সরদার প্ৰমুখ। তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম জানান। আমরা নতুন রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে ও সচেতন করতে এই ধরনের শিবির হাতে নিয়ে থাকি, এই স্কুলের শিক্ষক আবুতালেব সেখ আমাদের মুর্শিদাবাদের বাসিন্দা সুতরাং তার আহ্বানে জেলার বাইরে শিবির করতে এসেছি। এদিন শিবিরে ১০জন মহিলা সহ মোট ৪৯জন রক্তদানে এগিয়ে আসেন। সমগ্র অনুষ্ঠানটি সংচলনা করেন মোঃ আবুতালেব।