বিদ্যালয় নবী দিবস পালন

সেখ সামসুদ্দিন, ২২ আগস্টঃ মেমরি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ বিদ্যালয়ে নবী দিবস পালিত হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাজী হাফিজ সাহেব ও ইমাম জাকির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী ও সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে এবং ছাত্র-ছাত্রীরা গজল পেশ করেন। হাফিজ সাহেবের বক্তব্য ছাত্র-ছাত্রীদের উদ্দীপ্ত করে এবং মৌলানা জাকির হোসেনের বক্তব্য ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষণীয় ছিল।