|
---|
মোল্লা জসিমউদ্দিন : দুদিন ব্যাপি কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যান চললো।পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব-প্রযুক্তি বিভাগ এবং স্কুল শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে ৩০তম রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেস। গত রবিবার এবং সোমবার, এই দুদিনই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিরাট অনুষ্ঠান চলে।রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েকশো স্কুল পড়ুয়া, অভিভাবক, শিক্ষক – শিক্ষিকারা এসেছিলেন। বাস্তুতন্ত্র ও পরিবেশ সচেতনতা নিয়ে পড়ুয়াদের মধ্যে আগ্রহ গড়ে তুলতে কেন্দ্র ও রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর ও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে কাজ করে চলেছে সায়েন্স কমিউনিকেটর্স ফোরাম।এই অনুষ্ঠানে রাজ্যের ২৪টি জেলার পুরস্কারপ্রাপ্ত ৩৫০ জনেরও বেশি ক্ষুদে বিজ্ঞানী তাদের বিজ্ঞানভিত্তিক মডেল, চার্ট, পোস্টার, সায়েন্টিফিক পেপার প্রেজেন্টেশন ইত্যাদি নিয়ে উপস্থিত ছিল। এছাড়াও ছিল ভ্রাম্যমাণ তারামণ্ডল, যা ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। পড়ুয়ারা তাদের পরিকল্পনার উদ্দেশ্য, কার্যকারিতা ও তাৎপর্য ব্যাখ্যা করেন। এর ভিত্তিতেই বাছাই করে নেওয়া হয় সেরাদের। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনে ছিলেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস (বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর), এবং মাননীয় অধ্যাপক ড. আশিস বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার, পশ্চিমবঙ্গ বিধানসভা।এছাড়াও উপস্থিত ছিলেন ইসরোর প্রাক্তন অধিকর্তা ড. তপন মিশ্র। এর পাশাপাশি উপস্থিত ছিলেন অধ্যাপক শিবাজী রাহা, অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, অধ্যাপিকা তনুশ্রী সাহা দাশগুপ্ত, অধ্যাপক অনুপম বসু, বিধান শিশু উদ্যানের সভাপতি ড. অমল কুমার মল্লিক প্রমুখ। জানা গেছে এই শিশু বিজ্ঞান কংগ্রেসের প্রথম ৩০জন পড়ুয়া অংশ নেবে আমেদাবাদে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে।দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার, সায়েন্স কমিউনিকেটর্স ফোরামের সম্পাদক শ্রী অভিজিৎ বর্দ্ধন, রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসের বীরভূম জেলার প্রতিনিধি শ্রী তারক বন্দ্যোপাধ্যায় আগত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকারা সকলেই আপ্লুত এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে।