বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন ও অনুষ্ঠান বীরভূমে

নিশির কুমার হাজরা। বীরভূম: আজ ১লা জুলাই ভারতরত্ন, বাংলার রুপকার এবং কিংবদন্তী চিকিৎসক ড: বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং তিরোধান দিবস। এই দিনটি সমগ্র ভারতবর্ষে “চিকিৎসক দিবস” রুপে পালিত হয়ে আসছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত পঞ্চায়েত ও ব্লক আধিকারিকের অফিস সহ সরকারি অফিস গুলি আজ অর্ধ দিবস খোলা থাকে এবং তারপর ছুটি হয়ে যায়। মোহাম্মদ বাজারের গণপুর পঞ্চায়েত ও দুপুর দেড়টার পর বন্ধ হয়ে যায়।

    এই স্মৃতিকে জাজ্বল্য মান করে রাখার জন্য ব্যস্ততম শহর সাঁইথিয়ার বিশিষ্ট সমাজসেবক এবং পিতা মাতার সুযোগ্য সন্তান শান্তনু রায় (সঞ্জু দা) তাঁর পিতা আনন্দ দুলাল রায় এবং মাতা স্নিগ্ধা রায়ের উদ্দেশ্যে “আনন্দ দুলাল রায় ও স্নিগ্ধা রায় মেমোরিয়াল ট্রাস্ট” এর পক্ষ থেকে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং দু:স্থ কৃতি ছাত্র-ছাত্রীদের সাহায্যদান,শ্রবন যন্ত্র প্রদান প্রভৃতি সেবামুলক কাজের মাধ্যমে দিনটি উৎযাপিত করলেন।

    উল্লেখ্য শুভ দিনটিও শান্তনু রায়ের জন্মদিন। বর্তমান ফ্যাসানের যুগে জন্মদিন পালন হয়ে থাকে বিভিন্ন আনন্দ হই-হুল্লোর করে। কিন্তু শান্তনু রায়ের রুচি এবং চিন্তাধারা কিন্তু এইদিনটি অন্য রুপে পালিত হল,যথা সকলেরই রুচি সম্মত এবং আর্শিবাদ লভ্য। এই ধরনের মানসিকতার জন্য শান্তনু রায় সমাজসেবী হিসাবে পরিচিত।

    এই ট্রাস্ট বিগত কয়েক বছর থেকে রক্তদান শিবিরে প্রথম স্থান অধিকার করে আসছে। এবারও সেই স্থানেই রয়ে গেল। তিনশোর বেশি রক্ত দাতা আজ রক্তদান করছে বলে জানা গেছে ।

    এই অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতিতে ছিলেন সমাজসেবী দুধকুমার মন্ডল। এছাড়াও বরুন ভান্ডরী,বিজয় কুমার দাস,অর্জুন সাহা,অতনু চ্যাটার্জী, পূজনীয় ধ্রুব মহারাজ,মধু মহারাজ প্রমুখ বিশিষ্ট জনেরা সক্রিয় ভাবে উপস্থিত ছিলেন ।

    এই অনুষ্ঠানে আনন্দ দুলাল রায় স্নিগ্ধা রায় মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান গৌড় হালদারের ভূমিকায় দেখা গেল অন্যতম। আর এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও সঞ্চালকের ভূমিকায় ছিলেন সবার প্রিয় সুব্রত ঘটক।

    অন্যদিকে বিশ্ব চিকিৎসক দিবসে চিকিৎসকদের সম্মাননা তুলে দিলেন দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি পীযূষ পান্ডে। চিকিৎসক দিবস দিনটি উপলক্ষে আজ দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের দেওয়া হল সম্মাননা। সম্মাননা প্রদানের জন্য দুবরাজপুর শহরের তৃণমূল সভাপতি পীযূষ পান্ডে এবং দলীয় কর্মীরা দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে গিয়ে ডাক্তার দের হাতে ফুলের স্তবক, পেন এবং মিষ্টির প্যাকেট তুলে দেন বলে জানা গেছে। এমন বিশেষ দিনে ডাক্তাররা এমন সম্মাননা পেয়ে বিশেষ আপ্লুত। অন্যদিকে ডাক্তারদের সম্মাননা দিতে পেরে দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি ও খুব খুশি।