|
---|
সেখ সামসুদ্দিন : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের শাখা সংগঠনগুলো প্রচারে নেমে পড়েছন। দিদির বাংলায় শিক্ষার উন্নয়ন বিষয়ক প্রচারে আজ সকাল ১১টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত প্রচার অভিযান চলে মেমারি ১ ব্লকের গন্তার অঞ্চলের দেহা গ্রামে। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য, সহ সভাপতি সন্দীপ পরামানিক, মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, মেমারি ১ চক্রের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সন্দীপ পাল, কলানবগ্রাম চক্রের সভাপতি মহঃ জাহাঙ্গীর, শিক্ষক আশুতোষ বেসরা, বাপি ঘোষ, সোমনাথ ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন, কন্যাশ্রী থেকে সবুজসাথী, স্কলারশিপ সহ সকল তালিকা ধরে গ্রামবাসীদের কাছে তুলে ধরা হয় ও হ্যান্ডবিল সহযোগে প্রচার করা হচ্ছে ধারাবাহিক কর্মসুচিতে বলে জানান শিক্ষক নেতা কৌশিক মল্লিক। দেহাঁ গ্রামের দিঘীপাড়াতে দেখা যায় পাশাপাশি কয়েকটি বাড়িতেই শিশু থেকে বয়স্ক অনেকেই পঙ্গু। একই পরিবারের দুই ভাইয়ের সন্তান জন্মেছে পঙ্গুত্ব নিয়ে। এদিন গ্রামের বেশির ভাগ মানুষ বাড়ির দাবিতে সোচ্চার হন এবং দেখা যায় প্রকৃত অর্থেই তাদের বাড়ি পাওয়া উচিৎ এবং পানীয় জলের সমস্যাও রয়েছে।