বিধায়কের ব্যবস্থাপনায় ১৯৫ জন ছাত্র-ছাত্রীর পানীয় জলের সমস্যা দূর হলো

রহমতুল্লাহ, সাগরদিঘী: কয়েক মাস আগে ভাগীরথী তীরে অবস্থিত সাগরদিঘী ব্লকের কাবিলপুর ৮১নং তেঘরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সাবমার্সিবল এবং গ্যাস সিলিন্ডার চুরি হয়ে যায়। স্কুলের প্রধান শিক্ষক সাগরদিঘী থানায় এবং বিডিও অফিসে স্কুলে চুরির ঘটনা জানান এবং এখন পর্যন্ত কোন সুরাহা মেলেনি। অবশেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের পানীয় জলের সমস্যার কথা জানতে পারেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস। তড়িঘড়ি একটি নতুন সাবমারসিবল পাম্প ওই বিদ্যালয় পাঠান সাগরদিঘির বিধায়ক বাইরণ বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে সাবমার্সিবল পাম্প বসানো হয় তেঘরিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে পানীয় জলের ব্যবস্থা হওয়ায় খুশির হাওয়া স্কুলের ছাত্র -ছাত্রীসহ শিক্ষকদের মধ্যে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাবিরুদ্দিন শেখ জানান আমাদের বিদ্যালয়ে নতুনভাবে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ায় ধন্যবাদ জানাই বিধায়ক বাইরন বিশ্বাসকে। সেই সঙ্গে উপকৃত হয়েছে ১৯৫ জন ছাত্র-ছাত্রী।