বিধায়কের দুয়ারে সরকার ক‍্যাম্প ও হাসপাতাল পরিদর্শন

সেখ সামসুদ্দিন, ৮ এপ্রিলঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’-(২০২৩) মেমারি ১ ব্লকের দলুই বাজার ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক‍্যাম্প পরিদর্শনে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, দলুইবাজার ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি ঘোষ, দলুই বাজার ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আজিজ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবির মন্ডল, হিন্দি সেলের সভাপতি স্বপন শর্মা, দুলুই ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা কোঁড়া, দুলুই বাজার ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মল্লিক, অনান্য সদস্যগণ নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। এদিন দুয়ারে সরকার ক‍্যাম্প থেকে ফিরে বিধায়ক মেমারি হাসপাতালেও পরিদর্শনে যান। সেখানে নির্মীয়মান নতুন হাসপাতাল বিল্ডিংয়ের কাজ পরিদর্শন করেন। সেখানে রোগী, রোগীর পরিবার, চিকিৎসক, নার্স সকলের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় নির্দেশ দেন।