|
---|
সেখ সামসুদ্দিন : বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য ২৬ জানুয়ারিতে মেমারি হাসপাতালে ফল বিতরণ, নতন বাসস্ট্যান্ডে বাস- ট্রেকার শ্রমিক ইউনিয়নের এবং মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস অফিসে পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন, ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সন্দীপ পরামানিক, প্রাথমিক শিক্ষক সংগঠন কলানবগ্রাম চক্রের সভাপতি মহঃ জাহাঙ্গীর, ছাত্র সংগঠনের ব্লক সহ সভাপতি সুরজ মন্ডল, প্রবীণ নেতা সিরাজন মনির সহ অন্যান্য নেতৃত্ব। পরে এসে যোগ দেন শহর সভাপতি স্বপন ঘোষাল। এদিন ব্যতিক্রমী ঘটনা হিসাবে ব্লক সহ সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম ধারাবাহিকতা বজায় রেখে ফাঁকা মাঠে গোল দেওয়ার মত বিধায়ক সহ নেতৃত্ব চলে যাওয়ার পর একা এসে ব্লক অফিসের সামনে গান্ধীজী ও বাবা সাহেবের ছবিতে পুষ্পার্ঘ দেন। উপস্থিত সাংবাদিককে বলেন প্রতিষ্ঠাতা নেতা একা এসে শ্রদ্ধা জানাচ্ছেন কেন লিখেছেন না?