বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড বাদুড়িয়ার বিস্তীর্ণ এলাকা

সুবিদ আলি মোল্লা, নতুন গতি: বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের বিস্তীর্ণ এলাকা। উপড়ে পড়েছে বড় বড় গাছ ও ইলেকট্রিক পোস্ট। কোথাও কোথাও উড়ে গেছে ঘরের টিনের চাল। বাদুড়িয়া থানার চাতরা অঞ্চলের উত্তর চাতরা মাঝের পাড়ার এক গৃহবধূ জল আনতে গিয়ে ঝড়ের কবলে পড়ে এবং ইলেকট্রিক পোস্ট উপড়ে তার মাথায় পড়ে। ঘটনাস্থলে আয়েশা বিবি (১৮) নামে ঐ গৃহবধুর মৃত্যু হয়। তার সঙ্গে ছিল তার ননদ নুরজাহান। সেও মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এরই পাশাপাশি চাতরা অঞ্চলের রসুই গ্রামে তিনজন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এদের মধ্যে জয় দাস( ৬৭)বলে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। সে সংজ্ঞা হীন অবস্থায় আছে। চাতরা পঞ্চায়েতের ইনচার্জ আসলামউদ্দিন জানালেন চাতরা অঞ্চলে এই ঝড়ের তান্ডবে মানুষের গাছ ,ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।