বিদগ্ধ পন্ডিত,বিশিষ্ট আলেমে দ্বীনের ইন্তেকাল।

এম.এ.সাত্তার : ২৫ ডিসেম্বর। উত্তর ২৪ পরগনা জেলার শাসন থানার অধীন আমিনপুর সিনিয়র মাদ্রাসার প্রবীণ প্রাক্তন শিক্ষক হজরত মাওলানা মুফতি শওকত আলী হুজুর গত ২৩ শে ডিসেম্বর সোমবার সন্ধ্যা ছটা নাগাদ ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)পরদিন মঙ্গলবার জোহরের নামাজ বাদ দুপুর দুইটা নাগাদ তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে হুজুরের বয়স হয়েছিল ৭৬ বছর। মরহুমের জানাজা নামাজ সম্পন্ন করেন তাঁর সুযোগ্য বড় সাহেবজাদা মাওলানা মোঃ সাইফুল্লাহ এবং দোয়া করেন ফুরফুরা শরীফ থেকে আগত সৈয়দ মাওলানা আলমগীর হুজুর। তাঁকে দাফন করা হয় বৈদ্যপুর গ্রামের মসজিদ সংলগ্ন কবরস্থানে। মরহুমের জানাজা নামাজে কর্মজীবনে প্রতিষ্ঠিত এমন অসংখ্য গুণমুগ্ধ ছাত্র ছাত্রী, সহকর্মী সহ হাফিজ, মাওলানা,হাজী ও আপামর মানুষজনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

    তিনি সহজ সরল জিবন যাপন করতেন,কোনো ভোগ বিলাসিতা তিনি পছন্দ করতেন না,অর্থের লোভ থেকে তিনি সর্বদা দূরে থাকতেন,তিনি মানুষের মেহমানদারী খুব পছন্দ করতেন,তানার পাঁচ পুত্র,১)বড়ো পুত্র মাওলানা মোঃ সাইফুল্লাহ,হাই স্কুলের শিক্ষক,তিনি উচ্চ মাধ্যমিকের হেড এগজামিনার, ২)মেজো পুত্র মোঃ তৈয়েবুল্লাহ, দত্তপুকুর থানার কাজী সাহেব, গর্ভমেন্ড ম্যারেজ রেজিস্ট্রার ইউনিয়নের রাজ্য সভাপতি ও বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, ৩) সেজ পুত্র মোঃ বাকিবিল্লা, স্কুলের শিক্ষক ও শাসন থানার কাজী সাহেব, ৪)পুত্র প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি মোঃ হুজ্জাতুল্লাহ ও ছোট পুত্র মোঃ ছেবগাতুল্লাহ, ন’পাড়া থানার কাজী সাহেব,তার হাজার হাজার ছাত্র তারা আলেমেদ্বীন ও শত শত ছাত্ররা শিক্ষক ও ইমাম হিসাবে সমাজে প্রতিষ্ঠিত,তার মেজ পুত্র মোঃ তৈয়েবুল্লাহ আব্বাজান হুজুরের জন্য সকলের কাছে দুয়া চান ও ক্ষমা চান জানাজার ময়দানে -তিনি ছিলেন–একজন বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাজুল উলামা ও আরবি ব্যাকরণ শাস্ত্রের বিদগ্ধ পন্ডিত। পাঁচ পুত্রসহ চার কন্যা ও স্ত্রী এবং অসংখ্য গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেছেন। যাঁরা প্রত্যেকেই বেদনাহত হৃদয়ে হুজুরের মাগফিরাত কামনা পূর্বক জান্নাতুল ফেরদাউস যাতে নসিব হয়, তার জন্যে দরবারে ইলাহিতে অশ্রুসিক্ত নয়নে, কায়মনোবাক্যে ফারিয়াদ করেন।