বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন

সেখ সামসুদ্দিন, ২৬ মেঃ বাংলার ১১ ই জৈষ্ঠ্য ১৩০৬ বঙ্গাব্দ অর্থাৎ আজকের দিনে বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। আজ জামালপুর পুলমাথায় নজরুলের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা জেলার যুব সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। বিধায়ক বলেন রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই মনীষীদের জন্মদিন গুলি সাড়ম্বরে ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। আজ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁরা এই মহান মনীষীর জন্মদিনে শ্রদ্ধা জানান। মেহেমুদ খান বলেন বিদ্রোহী কবি আজকের দিনেই জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন আজ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হল।