বিদ্যুৎ শক খেয়ে বৃদ্ধর মৃত্যু

সেখ সামসুদ্দিন, ২৭ মেঃ মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির এক্সিকিউটিভ কমিটির সদস্য রামচন্দ্র মাহাতো (৬৫) নিজ কারখানায় বিদ্যুৎ শক খেয়ে মারা যান। ঘূর্ণিঝড়ের দাপটের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মেমারি শহরের কদমপুকুর এলাকায় মহামায়া আইসক্রিম কারখানাযর মালিক হলেন এই রামচন্দ্র মাহাতো। ফ্রিজ সিস্টেম থাকা আইসক্রিম গাড়িতে চার্জ দেওয়া অবস্থায় একটি গাড়িকে টাচ করার সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যান। কারখানায় থাকা ছেলে দ্রুততার সঙ্গে মেন সুইচ নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই অকাল প্রয়াণে মেমারি এলাকার ব্যবসায়ীবৃন্দ শোকাহত। মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিপ্লব কুমার পাল, সম্পাদক রামকৃষ্ণ হাজরা, সহ-সম্পাদক কুমার কান্তি রায় খবর পাওয়া মাত্র মেমারি হাসপাতালে যান এবং সেখান থেকে দেহ নিয়ে মেমারি থানা হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে ময়নাতদন্ত করিয়ে পরিবারবর্গকে সহায়তা করেন। পরে দেহ সৎকারে পরিবারবর্গ ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। মৃত্যুকালে স্ত্রী সহ তিন পুত্রকে রেখে যান বলে জানা যায়।