রেললাইন থেকে উদ্ধার এক যুবকের দ্বিখন্ডিত দেহ

মালদা,১৭ আগস্ট : শুক্রবার গভীর রাতে ইংরেজবাজার থানার যদুপুর এলাকায় রেললাইন থেকে উদ্ধার এক যুবকের দ্বিখন্ডিত দেহ। নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।

    এদিন গভীর রাতে রেল লাইনের মাঝে এক যুবকের দ্বিখন্ডিত দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত যুবকের দেহ কোমর থেকে দুটি টুকরো অবস্থায় উদ্ধার করা হয়।

    স্থানীয়দের প্রাথমিক অনুমান ওই যুবক রেল লাইনে আত্মহত্যা করেছে। যদিও মৃত যুবকের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। তারা তদন্ত শুরু করেছে।