Big breaking: পশ্চিমবঙ্গের ৮ দফায় ভোট, প্রথম ভোট ২৭ মার্চ, ফল ঘোষণা ২ মে: জেনে নিন কবে কোথায় ভোট

নতুন গতি ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও চার রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক বৈঠকে কমিশন জানিয়ে দিল, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে নির্বাচন হবে। পশ্চিমবঙ্গে ৮ দফায় হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা ২মে।

    প্রথম দফা- ২৭ মার্চ, পুরুলিয়া, বাঁকুড়া পার্ট ১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর (পার্ট ১), পূর্ব মেদিনীপুরে (পার্ট ১)এই সব জেলার ৩০টি কেন্দ্রে নির্বাচন।

    দ্বিতীয় দফা- ১ এপ্রিল, বাঁকুড়া পার্ট ২, পশ্চিম মেদিনীপুর পার্ট ২, পূর্ব মেদিনীপুর ভাগ ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ১ এই সব জেলার ৩০টি কেন্দ্রে নির্বাচন।

    তৃতীয় দফা: ৬ই এপ্রিল, হাওড়া পার্ট ১, হুগলি পার্ট ১, দক্ষিণ ২৪ পরগনা (পার্ট ২)এই সব জেলার ৩১টি কেন্দ্রে নির্বাচন।

    চতুর্থ দফা: হাওড়া পার্ট ২, হুগলী পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার ৪৪ টি কেন্দ্রে নির্বাচন।

    পঞ্চম দফা১০ই এপ্রিল, উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি -এই সব জেলার ৪৪টি কেন্দ্রে নির্বাচন।

    ষষ্ঠ দফা: ২২শে এপ্রিল, উত্তর ২৪ পরগনা পার্ট ২, নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর- -এই সব জেলার ৪৩টি কেন্দ্রে নির্বাচন।

    সপ্তম দফা: ২৬শে এপ্রিল, মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতা, দক্ষিণ দিনাজপুর -এই সব জেলার ৩৬টি কেন্দ্রে নির্বাচন।

    অষ্টম দফা: ২৯শে এপ্রিল, মালদা পার্ট ২, মুর্শিদাবাদ পার্ট ২, বীরভূম, উত্তর কলকাতার -এই সব জেলার ৩৫টি কেন্দ্রে নির্বাচন।

    পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও চার রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক বৈঠকে কমিশন জানিয়ে দিল, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে নির্বাচন হবে।
    এদিন কমিশন জানিয়েছে, অসমে ৩ দফায় ভোট হবে। প্রথম দফায় ২৭ মার্চ ৪৭টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ১ এপ্রিল ভোট হবে। তৃতীয় দফায় ৬ এপ্রিল ভোটদান হবে। কেরলে ৬ এপ্রিল একটি মাত্র দফায় ভোট হবে। তামিলনাড়ুতেও ৬ এপ্রিল একটি মাত্র দফায় ভোট হবে। পুদুচেরিতেও ৬ এপ্রিল এক দফায় নির্বাচন হবে।

    পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৭ মার্চ। দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল, তৃতীয় দফার ভোটগ্রহণ ৬ এপ্রিল,চতুর্থ দফা ১০ এপ্রিল,পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোট ২০ এপ্রিল, সপ্তম দফা ২৬ এপ্রিল এবং অষ্টম অর্থাৎ শেষ দফার ভোট ২৯ এপ্রিল।