|
---|
দেবজিৎ মুখার্জি: ফের বড়ো ধাক্কা খেলো দেশের অর্থনীতি। ২০২১-২২ অর্থবর্ষের শেষপ্রান্তে এসে অর্থাৎ জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল মাত্র ৪.১ শতাংশ, তৃতীয় কোয়ার্টারের থেকে অনেকটাই কম। না হয়েছে প্রত্যাশা পূরণ, না হয়েছে রিজার্ভ ব্যাংকের অনুমান পূরণ।
বিশেষজ্ঞরা মনে করছেন, লাগাতার মূল্যবৃদ্ধি অর্থনীতির গতিতে স্লথ করে দিচ্ছে। পেট্রল-ডিজেলের মূল্যও অর্থনীতির গতিকে স্তব্ধ করছে।