|
---|
উত্তরবঙ্গ: এনজেপি জিআরপি থানা পুলিশের বড় সাফল্য । কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করল চুরি যাওয়া মোবাইল।
শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীর বাসিন্দা রাজা ভট্টাচার্য গতকাল দুপুর বারোটা নাগাদ কলকাতা থেকে ট্রেনে করে শিলিগুড়ি ফিরছিলেন। রাজা ভট্টাচার্য জানিয়েছেন ট্রেন থেকে নামার সময় তার মোবাইল ফোন তার পকেটেই ছিল। কিন্তু এক্সিলেটরে ওঠার সময় তিনি বুঝতে পারেন তার ফোনটি আর পকেটে নেই । সঙ্গে সঙ্গেই তিনি অভিযোগ জানায় নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি থানায় ।
অভিযোগ পাওয়া মাত্রই জিআরপি থানার পুলিশ আধিকারিকরা চুরি যাওয়া মোবাইল এর খোঁজে তদন্তে নামে । তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই জিআরপি পুলিশের সন্দেহ হয় ঝাড়খণ্ডের বাসিন্দা ১৯ বছর বয়সী সঞ্জীব কুমার নামক এক ব্যক্তির উপর ।
বর্তমানে সঞ্জীব কিশান্গঞ্জ এ ভাড়া বাড়িতে থাকে। পুলিশ সূত্রের খবর সন্দেহবশত সঞ্জীব কুমার কে আটক করে তল্লাশি চালাতেই সঞ্জীব এর কাছে থেকে বেরিয়ে আসে শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লী বাসিন্দা রাজা ভট্টাচার্যের চুরি যাওয়া মোবাইল । মোবাইল ফোনটি উদ্ধার করে আজ রাজা ভট্টাচার্যের হাতে তুলে দেয় জিআরপি থানার পুলিশ। পাশাপাশি চুরির মামলা দায়ের করে ধৃত সঞ্জীবকে জলপাইগুড়ি আদালতে তোলে জিআরপি থানার পুলিশ।মোবাইল ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ দেন মোবাইল এর মালিক রাজা ভট্টাচার্য,তিনি জানান হঠাৎ করে দেখি মোবাইলটা নেই,খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম,এই সময় চট করে মোবাইল কেনা শুধু আমার কেন অনেকের পক্ষেই অসম্ভব।তাই পুলিশকে অসংখ্য ধন্যবাদ।আমি আমার মোবাইল ফেরত পেলাম।