নতুন গতি নিউজ ডেস্ক: হাওড়া স্টেশনের ডিসপ্লে বোর্ডে হঠাঠই ব্যান্ডেল লোকাল না লিখে স্যান্ডেল লোকাল লিখে দেওয়ায় হঠাৎই বিপত্তি বাধে। স্টেশনে থাকা আমজনতার মধ্যে হাসির রোল ওঠে। কেউ কেউ একে রেলকর্মীদের অলসতার ফল বলে উল্লেখ করেন। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ কোনো পতিক্রিয়া এখনো দেয়নি।