বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো মেমারীর কৃষ্টি হলে।

নূর আহমেদ,মেমারি : শুক্রবার ২৫শে অক্টোবর পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মহকুমা ভিত্তিক বর্ধমান সদর দক্ষিণ মহকুমার বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেমারীর কৃষ্টি হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ শর্মিলা সরকার, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য,রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা তৃণমূল আইএনটিটিসি সভাপতি সন্দীপ বসু, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফাত্তার কয়াল, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফারুক আব্দুল্লাহ, মেমারি শহর যুব তৃণমূল সভাপতি সৌরভ সাঁতরা, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, মেমারি ১ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি জিতেন্দ্র সিং, মেমারি ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হরিসাধন ঘোষ, মেমারি দুই ব্লক যুব তৃণমূল সভাপতি হিমাদ্রি মন্ডল সহ বর্ধমান সদর দক্ষিণ মহকুমার সকল ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, কিন্তু এদিন মেমারি শহরের কৃষ্টি পেক্ষা দিয়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের মহকুমা ভিত্তিক এই বিজয়া সম্মেলনে অনুষ্ঠানে গড়হাজির দেখা গেল মেমারি১ ব্লক তৃণমূল নেতৃত্বের পাশাপাশি মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মেমারি পৌরসভার চেয়ারম্যান কে পাশাপাশি উপস্থিত ছিলেন না মেমারি পৌরসভার কোন কাউন্সিলারও। অনুভা নাড়ুর কন্ঠের গান দিয়ে শুরু হয় এদিনের এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান।

    দানার প্রভাবে গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, আজ সকাল থেকেও অঝোর ধারায় শুরু হয় বৃষ্টি, সেই বৃষ্টিতে উপেক্ষা করে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানকে সফল করতে অনুষ্ঠানে যোগদান করেছে তাদের সকলকেই ধন্যবাদ ও প্রণাম জানান মঞ্চে উপস্থিত মন্ত্রী, এমপি থেকে শুরু করে উপস্থিত তৃণমূল নেতৃত্ব, এবং তৃণমূল নেতৃত্বের বক্তব্যে বারবার উঠে আসে প্রাকৃতিক দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল মুখ্যমন্ত্রীর নবান্নে রাত জাগা প্রসঙ্গও।
    পাশাপাশি গত লোকসভা নির্বাচনে যেভাবে দলকে জয়ী করেছেন সেভাবেই আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলীয় কর্মীদের বার্তা দিলেন উপস্থিত সকল তৃণমূল নেতৃত্ব।