|
---|
কয়েক হাজার প্রশিক্ষিতদের বিকাশভবনে অভিযান: শিক্ষিত বেকারদের আর্তনাদ-চিৎকারে সাক্ষী করুণাময়ী
আতাউল্লাহ আহমেদ, নতুন গতি, কলকাতা: আজ দুপুর ১২ টা নাগাদ WBPTTA এর রাজ্য সম্পাদক পিন্টু পাড়ুই এর উদ্যোগে হাজার হাজার প্রশিক্ষিত বেকারদের আন্দোলনে করুনাময়ীর ভীত কেঁপে উঠেছে। এই অভিযান শুরু হয় পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড থেকে বিকাশভবন পর্যন্ত।
একগুচ্ছ আবেদন নিয়ে প্রশিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্তনাদ সত্যিই দুঃখের।
রাজ্যের এই দুর্দিনে যেভাবে দিন দিন বেকারের সংখ্যা বেড়েই চলেছে, ঠিক তেমনই পাশাপাশি রাজ্য সরকারের উদ্ভট সিদ্ধান্ত, চাকরি পরীক্ষা নেওয়ার মানসিকতা দিনের পর দিন ঐথজলে।
এক প্রতিবছর নিয়োগের পরীক্ষা হয় না আবার তার উপর নানারকমের মামলা স্কুল চাকরি পাওয়াটা সত্যিই স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে প্রতি বছর প্রায় দেড় লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছে। এই দীর্ঘ ৬ বছর নিয়োগ না করায় এই সংখ্যাটা এমন জায়গায় পৌঁছিয়েছে যা ভাববার নেই। তার উপর আবার অপ্রশিক্ষিত ইন্টার্ন নিয়োগ কখনোই কাম্য নয়। আবার গতকাল শিক্ষামন্ত্রীর ভাষণ যে ‘পুনর্নিয়োগ বহাল থাকবে, নতুন নিয়োগ হবে না’।
এসব কথায় এখন রাজ্যে শিক্ষিত বেকারদের বিষাদময় করা ছাড়া আর কিছুই নয়। সুতরাং এরকম বেশকয়েকটি ব্যাপার যেমন সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী ২০০৪-২০০৬,২০০৬-২০০৮ PTTI দের নিয়োগ সহ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ২০০৪ PTTI প্রার্থীদের চাকরি,২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী TET পরীক্ষার নির্ঘন্ট প্রকাশসহ একাধিক আবেদন ডেপুটেশন আকারে প্রদান করা হয়।