|
---|
আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : আজকে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি গ্রামপঞ্চায় এলাকায় একটি ট্রাক ও বাইকের ভয়াবহ দুর্ঘটনায় আহত বাইক চালক সহ একজন যাত্রী। এলাকাবাসীর কাছে জানতে পারা যায় বাইকে থাকা দুজন ব্যক্তি সম্মতি নগরের বাসিন্দা। দুর্ঘটনায় তাদের বাইক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভগবানগোলা থেকে সম্মতি নগর যাওয়ার পথে রঘুনাথগনজে WB76A6056 নম্বরের একটি ট্রাক বাইক টিকে ধাক্কা মারে।
সাগর নামের ওই ট্রাক চালকের বাড়ি ভগবানগোলা, সে গাড়ি খালি করতে সাঈদাপুর যাচ্ছিলেন। রঘুনাথগঞ্জে একটি টার্নিংএ ট্রাক ঘোড়াতে যাচ্ছিলো দিয়ে হটাত ব্রেক মেরে দেই ফলে ওই বাইকটি পিছন থেকে এসে ট্রাকের বাম দিকে ধাক্কা মেরে দেই, বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে এলাকার মানুষ বাইকে আহত দুইজন ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে অ্যাম্বুল্যান্সে করে পাঠায়, ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে ট্রাক সহ চালক কে গ্রেফতার করে নিয়ে যায় ও চূর্ণ বিচূর্ণ বাইক টিকে নিয়ে যায়।