|
---|
প্রতিবেদক, নতুন গতি, চাঁচল, ০৮ নভেম্বর: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই বাইক চালকের। আজ সকালে ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা রাজ্য সড়কের দোওলা এলাকায়।
এই ঘটনাকে কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কুশিদা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তিদের নাম আফতাব আলী।(২৫) বাড়ি কুশিদা অঞ্চলের ভগবানপুর এলাকায়। অপর ব্যক্তির নাম তারিক আলম(২৭) বিহারের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারিক আলম কুশিদা হইতে তুলসিহাটার দিকে পরিবারের দুই মহিলা নিয়ে আসছিলেন। ঘটনাস্থলে তারিক মারা গেলেও ওই দুই মহিলাকে গুরুতর আহত অবস্থায় হরিশ্চন্দ্রপূর গ্রামীন হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
আফতাব আলী তুলসিহাটা থেকে কুশিদার উদ্দেশ্যে দুইজন বাইক যাত্রা করছিলেন। আফতাব আলীকে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রান হারান বলে খবর। প্রাথমিক চিকিৎসাতেই জখম সেরে যায় নিহত আফতাব আলীর সঙ্গ যাত্রীর।
পুলিশ দুটি দেহকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।